1. news@www.dailyjamalpursangbad24.com : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন

জামালপুরে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দৈনিক জামালপুর সংবাদ ২৪
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

 

জামালপুর প্রতিনিধি

জামালপুর পৌরসভার ছোটগড় এলাকা থেকে ১ হাজার ৪শ ৩৪ পিস ফেনসিডিল ও ২৪ পিস বিদেশি মদের বোতলসহ ৩ মাদক কারবারীকে আটক করেছে জামালপুর সদর থানা পুলিশ।


২০ মার্চ রাত সাড়ে ১০টায় জামালপুর সদর থানায় সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ )  মাসুদ আনোয়ার।
আটককৃতদের মধ্যে মেলান্দহ উপজেলার আবদুল মালেক, আজিজুর রহমান বাবু ও হাফিজুর রহমান।
জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক রুবেল ও সাইকুলের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় বিকাল সাড়ে ৫টায় পৌর এলাকার মনিরাজপুর ছোটগড় এলাকার জনৈক হাফিজুর রহমান আকন্দের পতিত জমিতে ১টি ড্রাম

ট্রাক থেকে অন্য ২টি গাড়িতে স্থানান্তরের সময় ৯টি সাদা প্ল্যাস্টিকের বস্তায় ২৮ লাখ ৬৮ হাজার টাকা মূল্যের ১ হাজার ৪শ ৩৪ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ১টি চটের বস্তার ভিতর থেকে ৭২ হাজার টাকা মূল্যের ২৪ বোতল আইকনিক ভারতীয় মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের চর বাগবাড়ী গ্রামের মৃত ওমর আলী মন্ডলের পুত্র আঃ মালেক খোকন (৪৭), চর বানিপাকুরিয়া ইউনিয়নের ভাবকি গ্রামের আঃ খালেকের ছেলে  আজিজুর রহমান বাবু (২৪) ও উপজেলার পাটুনিপাড়া এলাকার  সোহরাবের ছেলে হাফিজুর রহমান (৪০)। এদের মধ্যে হাফিজুর রহমান খোকনের বিরুদ্ধে মেলান্দহ থানায় চুরির মামলা রয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা।
পুলিশ সুপার আরো জানান, প্রত্যেক আসামী এলাকায় মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধের সহিত জড়িত জানা গেছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে উদ্ধারকৃত আলামত ফেন্সিডিল, মদ ও ব্যবহৃত গাড়ি নিয়ে জামালপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© দৈনিক জামালপুর সংবাদ ২৪
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট