1. news@www.dailyjamalpursangbad24.com : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৩:৫০ পূর্বাহ্ন

চায়ের দোকান থেকে হাত-পা বাধা অবস্থায় যুবকের লাশ উদ্ধার

দৈনিক জামালপুর সংবাদ ২৪
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

 

জামালপুর প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জুয়া খেলার পাওনা টাকা না দেওয়ায় এক জুয়ারিকে ঝুলিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২০ মার্চ) দিবাগত রাতে সরিষাবাড়ী পৌরসভার আরামনগর বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রাসেল মিয়া (৩৫) আরামনগর বাজারের ওহিদুল ইসলামের ছেলে। একই বাজারে চায়ের দোকানে কাজ করত তিনি।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, নিহত যুবকের বন্ধুরা প্রতিদিনই বাসা থেকে জুয়া খেলার জন্য ডেকে আনতো। বন্ধুরা ওই বাজার এলাকায় মোবাইলে অনলাইনে দীর্ঘদিন ধরেই জুয়া খেলতো। তবে কয়েকদিন আগে, ভুক্তভোগী জুয়া খেলে বন্ধুদের সঙ্গে হেরে যায়। বন্ধুরা অনলাইন জুয়া খেলার সময় ভুক্তভোগীর কাছে সাড়ে তিন হাজার টাকা পাওনা হয় তাদের। বৃহস্পতিবার দিবাগত রাতে বন্ধুরা বাসা থেকে ডেকে আনে ভুক্তভোগীকে। পরবর্তীতে, বাজারের হাফিজুরের চায়ের দোকানের ভেতরেই রাসেলের হাত-পা বেঁধে ধরনার সঙ্গে ঝুলিয়ে হত্যা করে পালিয়ে যায় অভিযুক্তরা।

নিহতের পরিবার ও প্রতিবেশীরা ভুক্তভোগীকে খুঁজতে গিয়ে চায়ের দোকানের ভেতরে ঝুলানো মরদেহটি দেখতে পায়। সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহতের বাবা ওয়াহিদুল ইসলাম বলেন, জুয়া খেলার পাওনা টাকা না পেয়ে রাসেলকে তার বন্ধুরা বাড়ি থেকে এনে মাইরা ফেলছে। এখন আমার কি হইবো গো। আমি রাসেলকে সবসময় বলছি তুই খারাপ পোলাপানের সাথে যাইস না ।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া জানান, হাত-পা বাধা অবস্থায় নিহতের মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© দৈনিক জামালপুর সংবাদ ২৪
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট