কামরুল হাসান
পরিবার সমাজ আর দেশ নিয়ে এই পৃথিবী
কেটে যাচ্ছে তোর দিন চারি বেশ ভালো,
মেপে দেখ না জীবন চাকার বিশাল পরিধি
চুক্তি মত ফোটাতে পেরেছ কি আঁধরে আলো\
ভঙ্গ করেছ শর্ত কোন সে মহা ভুলে?
এখনো রয়েছ পড়ে কিসের নেশায় হয়ে বেহুশ,
বিধাতা তোমায় যে দিন নিয়ে যাবে তুলে
বেলা থাকতেই তুমি হওরে ও মন হুশ\
কত হিসাব কষলে তুমি এই রঙ্গের বাজারে
দেখনা রে ভাই যোগ বিয়োগের ফল মিলিয়ে,
খুব আনন্দে দিন কাটালে এই ভবের মাঝারে
এখন বুঝি তোমার শূণ্য ঝুলি মানিক বিলিয়ে\
জবাব কি তোর মহাজনে পুজির হিসাব চাইলে
হেলায় হেলায় দিন কাটালি এলো বুঝি সন্ধ্যা,
তৈরী না থাকিলে তুই পড়বি বড় বেসামালে
পাপের চেয়ে ভাই তোর পুন্যের বাজার মন্দা \