কামরুল হাসান
পর পূরুষের পানি নিতে
অন্যের সাথে মজা পেতে,
দারুন ইচ্ছা ভ্রমনে যেতে
মন উৎফুল্ল উল্লাসে মেতে\
ফাও করচে খাই খাই
নানা সামগ্রী উপহার চাই,
ফুসলিয়ে যদি ধার পাও
ফেরত দেবার নাম নাই\
নিজেকে খুব বড় ভাব
হাবভাবে তা প্রকাশ কর,
খুঁজলে মেলে শুধু ছাই
ছল চাতুরির দাম নাই\
আত্ম সম্মান খুবই বড়
লেবাসে খুব ফুটানি মার,
নিজ দোষে পগারে পড়
দায় চাপাও অন্যের ঘাড়!