নিজস্ব প্রতিবেদক
সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের গাড়াডোবা বাজারে ভ্যান ভাড়াকে কেন্দ্র করে তেঁতুলতালা ও গাড়াডোবা গ্রামবাসীর মধ্যে পাল্টাপাল্টি মারামারির ঘটনা ঘটে।
মঙ্গলবার সন্ধ্যার দিকে গাড়াডোবা বাজারে দুই গ্রামবাসীর মধ্যে এক দফা মারামারির ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রাতভর দুই গ্রামবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করে। পরবর্তীতে বুধবার সকালে তেঁতুলতলা গ্রামবাসী একজোট হয়ে গাড়াডোবা মাদ্রাসার নৈশ প্রহরী চান মিয়াকে গাড়াডোবা বাজার থেকে অপহরণ করে তেঁতুলতালা বাজারে নিয়ে মারপিট করে আটকে রাখে। এই সংবাদ সেনাবাহিনী ও পুলিশ অবগত হলে দ্রুত সময়ের মধ্যে যৌথ অভিযান পরিচালনা করে অপহরণের শিকার চান মিয়াকে তেঁতুলতলা বাজার থেকে উদ্ধার করে এবং ৩-৪ জনকে আটক করে গাড়াডোবা বাজারে নিয়ে আসে।
এহেন পরিস্থিতিতে পাশাপাশি ৩-৪ গ্রামে মাতাব্বর ও ইউপি সদস্যদের অনুরোধে সেনাবাহিনী ও পুলিশের মধ্যস্থতায় উভয় গ্রামের লোকজন আর কোন মারামারির ঘটনা ঘটবে না মর্মে মুচলেকা দিয়ে আপোষ-মিমাংসা হয়।
এ বিষয়ে ডোয়াইল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রন্জু মিয়া মুঠোফোনে জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে মারামারির ঘটনাটি সেনাবাহিনী,পুলিশ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যস্থতায় মুচলেকার মাধ্যমে আপোষ-মিমাংসা করা হয়েছে।