কামরুল হাসান
কামিনী মোহনীর ছলে ইশারায় ডেকে
কাছে লও আমায় অতি যতনে,
ডাকিনী যোগিনী রূপে তীক্ষè তাকে
রক্ত পিয়ে যাও সূধার মতনে\
নেশার বুদে মদিরার পাত্র ভেবে
আমার এ তনু মন সকলি
চ‚ষে খাও তুমি মধুর আবেশে,
যতক্ষন না চায় তোমার মন\
হায় ফণি হারা মণির মতন
অসার আমার এ দেহ খানি,
লুটে পড়ে ধরায় হয় পতন
ছট ফট করে যাচে পানি\
তবুও তোমার মেটেনা তিয়াস পিয়াস
তৃপ্তি পাবে কিসে কি জানি!
অচেতনে এই শুধু বুঝিবার প্রয়াস
গিলে খাবে আমার সর্বাঙ্গ খানি\