রিমন চৌধুরী,নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর ডোমারে মোবাইল ফোনে আসক্ত হয়ে রহিত বাসফোর (১৫) নামে এক কিশোর গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (২৯ মার্চ) সকাল ৮টার দিকে তার বাবা-মা বাড়িতে না থাকায় সে এই মর্মান্তিক সিদ্ধান্ত নেয়।
নিহত রহিত উপজেলার ছোট রাউতা ময়দানপাড়া গ্রামের প্রদীপ লাল বাসফোরের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রহিত মোবাইল গেম ফ্রি ফায়ার খেলায় আসক্ত ছিল। সম্প্রতি তার ব্যবহৃত গেম আইডি হঠাৎ করে ডিজেবল হয়ে যায়। এ কারণে সে নতুন আইডি কেনার জন্য মায়ের কাছে টাকা চায়। মা তাকে জানায়, বাবার সঙ্গে কথা বলে টাকা দেওয়া হবে। তবে, শনিবার সকালে বাবা-মা কাজে গেলে সে ঘরে একা থেকে আত্মহত্যা করে।
পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডোমার থানার সাব-ইন্সপেক্টর (এসআই) জাভেদ পাটোয়ারী জানান, নিহত রহিত মোবাইল ফোনে আসক্ত ছিল। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।