কামরুল হাসান:
জামালপুর সদর উপজেলার দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে পিওনের দেশদ্রোহীমূলক মন্তব্যের জন্য এক সিনিয়র শিক্ষক ক্ষমা চাইলেন।
দিবসটির সকালে জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অত:পর স্বাধীনতা র্যালী বের হয়ে কলেজ মাঠ প্রদক্ষিন করে শহীদ মিনারের পাদদেশে একত্রিত হয়। এরপর শহীদ মিনার বেদীতে পুষ্পস্তবক অর্পনের সময় আপত্তিকর মন্তব্য করে বসেন পিওন আঃ হাকিম ওরফে আঃ আজিজ। শিক্ষকদের মধ্য থেকে কেউ জুতা খুলে শহীদ মিনারে উঠার নির্দেশ দেন। হঠাৎ ওই পিওন ‘যে আমার —দেশ ! জুতা খুলে উঠলেই কি? আর জুতা নিয়ে উঠলেই কি?’ এমন দেশদ্রোহীমূলক মন্তব্য করেন। তার এমন ঔদাত্যপূর্ণ, অশোভন ও দেশদ্রোহীমূলক মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন এ প্রতিবেদক। এ প্রেক্ষিতে কলেজ তথা পিওন আঃ হাকিম ওরফে আঃ আজিজের পক্ষ থেকে ভুলের ক্ষমা চান সিনিয়র শিক্ষক মাসুদ আলম তালুকদার। পরিশেষে শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। দেয়া পরিচালনা করেন-ইসলাম শিক্ষার প্রভাষক মাওলানা আবু তাহের আকন্দ। এ সময় অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক মাসুদ আলম তালুকদার, নূরুল হুদা ও মোস্তানসিরুর রহমান মজনু, শিক্ষক প্রতিনিধি কে এম মুশফিকুর রহমান, প্রভাষক জাহাঙ্গীর আলম ও আশরাফ ফারুক রোকনসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।