বিশেষ প্রতিনিধি :- আজহারুল ইসলাম
ময়মনসিংহের ভালুকায় ঈদকে সামনে রেখে উপজেলার বিভিন্ন স্ট্যান্ডে জিপির নামে চাঁদাবাজির অভিযোগ উঠায় শুক্রবার (২৮মার্চ) চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন চালক জানান, ভরাডোবা এ স্ট্যান্ড থেকে উথুরা, সাগরদীঘি, গারোবাজার, মধুপুর, ধনবাড়ি, ভূয়াপুর, ঘাটাইল, এলেঙ্গা ও সখিপূর রোডে প্রতিদিন ৫-৬শত সিএনজি চলাচল করে। জিপির নামে চাঁদাবাজির বিষয়টি নিয়ে সিএনজি চালকরা প্রতিবাদ করার সাহস পায় না। এছাড়া ভালুকা গফরগাঁও সড়কে শিমুলতলা, থানামোড়, সিডস্টোর, বিরুনীয়া, পাঁচরাস্তামোড়ে মল্লিকবাড়ি রোডসহ বিভিন্ন শাখা সড়কে পরিবহন সেক্টরে হরদম নিরব চাঁদাবাজি ঘটনা ঘটছে।
মিশুক বেবীট্যাক্সি ট্যাক্স কার ও সি এন জি চালিত অটোরিকশা সড়ক পরিবহন মালিক সমিতির ভালুকা উপজেলা শাখার সভাপতি মোঃ আল- মাদীন ইনাম জানান,যদি কেউ মালিক সমিতির নাম ভাঙ্গিয়ে চাঁদা আদায় করে তাকে ধরে সাথে সাথে আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দেয়ার অনুরোধ করেন।
উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ জানান, ভরাডোবা সিএনজি স্ট্যান্ডে চাঁদা নেয়ার খবরে তিনি ঘটনাস্থলে এসি ল্যান্ডকে পাঠিয়েছিলেন, কিন্তু চাঁদাবাজীর সাথে জড়িত এমন কাউকে পাওয়া যায়নি । তবে প্রশাসনের তৎপরতা রয়েছে বলে জানান তিনি।