কামরুল হাসান
সখি পিরিতি কারে কয়?
মনটা যখন উদাস হয়ে
লাজ শরমের মাথা খেয়ে,
তারেই শুধু দেখিবারে চায়\
এই অসুখে ধরলে রে ভাই
ছাড়াতে কারো সাধ্যি যে নাই,
মন থেকে পালায় ডর ভয়
যুগে যুগে হয়েছে পিরিতেরই জয়\
তারে নিয়ে ভাবনা কত
আবুল তাবুল কথা যত,
হয় যে দামি সময় ক্ষয়
সখি পিরিতি তারেই বুঝি কয়