নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরিষাবাড়ি উপজেলা তথা পিংনা ইউনিয়ন বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, ৫নং পিংনা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল ইসলাম নাজু।
তিনি জানিয়েছেন মাস ব্যাপী সিয়াম পালনের পর ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে ঈদ এসেছে আমাদের মাঝে। পরিবার, আত্মীয় স্বজন,পাড়া প্রতিবেশী অসহায় মানুষ সবার সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে দিতে আহবান জানিয়েছেন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বৃহস্পতিবার ২৭ মার্চ এক স্বাক্ষাৎ কালে তিনি এ আহবান জানান। তিনি জানান প্রিয় সরিষাবাড়ি উপজেলা বাসী আসসালামু আলাইকুম দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর খুশির বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর।
ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ। আসুন আমরা পরিবার আত্নীয় স্বজন, পাড়া প্রতিবেশী সহ সমাজের গরীব অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে পাশে দাঁড়াই। ঈদের আনন্দ মুহূর্তগুলো ভাগাভাগি করে নেই।
তিনি বলেন ব্যক্তি পরিবার সমাজ তথা রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যপ্তি লাভ করুক এটাই হোক পবিত্র ঈদুল ফিতরের ঐকান্তিক কামনা।
হাসি খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। জেলা উপজেলা সহ বিশ্বের সব মানুষের সুখ শান্তি কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি হোক আজকের দিনে এই প্রত্যাশা রাখি।
আমি মহান আল্লাহ তায়ালা কাছে এ প্রার্থনা করি আল্লাহ যেন পবিত্র ঈদুল ফিতর আমাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি। সবাই ভালো সুস্থ ও নিরাপদ থাকুন এই প্রত্যাশায় সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক।