রবিউল হক বাবু ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধি।
শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা স্লোগান কে সামনে রেখে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে আনসার ভিডিপি সদস্য সদস্যাদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৭ শে মার্চ রোজ বৃহস্পতিবার উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় চত্বরে বিতরন করা হয়।
বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জেলা কমান্ডেন্ট মো: রবিউল ইসলাম , ময়মনসিংহ জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা , মৌসুমি আক্তার ফুলপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ,সুকেদা বেগম উপজেলা প্রশিক্ষিকা ও ভাতাভুক্ত আনসার কমান্ডার ও ইউনিয়ন দলনেতা ও দলনেত্রী,, পৌর ওয়ার্ড দলনেতা দলনেত্রী প্রমুখ।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চলমান সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে সদস্যদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বাহিনীর মহাপরিচালক মহোদয় কর্তৃক সদস্যদের জন্য নানা ধরণের কল্যাণমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দীর্ঘদিন ধরে বাহিনীর সকল পর্যায়ের রেশনভোগী সদস্যরা গমের পরিবর্তে প্যাকেটজাত আটা প্রদানের জন্য দাবি জানিয়ে আসছিলো। সামগ্রিক দিক বিবেচনায় এই দাবি পূরণ করা অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল।
এছাড়াও কেন্দ্রীয় খাদ্য গুদাম হতে চাল ও গম উত্তোলনের ক্ষেত্রে নানা অনিয়ম ও ওজনে কম দেয়ার মতো অভিযোগসহ জেলা কার্যালয়ের রেশন স্টোরকেন্দ্রিক বিভিন্ন অসাধু সিন্ডিকেটের নিকট সাধারণ আনসার সদস্যরা অনেকটা জিম্মি ছিলো,এসকল দিক বিবেচনা করে মহাপরিচালক মহোদয় গমের পরিবর্তে সমপরিমাণ প্যাকেটজাত আটা প্রদানের মতো এক যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেন।
বর্তমান মহাপরিচালক মহোদয়ের দূরদর্শী নেতৃত্ব, ঐকান্তিক প্রচেষ্টা ও সাহসী উদ্যোগের কারণে দ্রুততম সময়ে বাহিনীর ইতিহাসে প্রথমবারের মতো মার্চ/২৫ খ্রি. হতে সদস্যদের মধ্যে প্যাকেটজাত আটা বিতরণ করা সম্ভব হয়েছে। প্যাকেটজাত আটা হাতে পেয়ে বাহিনীর সদস্যদের সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।
সেই সাথে মহাপরিচালক মহোদয়ের প্রতি তারা অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাহিনীর সদস্যদের সার্বিক কল্যাণের জন্য আগামীতে আরো কল্যাণমূলক ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করে মহাপরিচালক মহোদয় দেশ ও মানুষের মঙ্গলের জন্য বাহিনীর সকল সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব প্রদর্শন এবং আরো সক্রিয় ভূমিকা রাখার জন্য আহবান জানান।