প্রদীপ চন্দ্র মম
স্বাধীন দেশ স্বাধীন মাতা
কে হবে ভাই আত্মমুক্তিদাতা
পেয়েছি স্বাধীনতা হইনি স্বাধীন
শোষক শাসনে আত্মমুক্তি পরাধীন
জয়, মুক্তচিন্তা স্বাধীন।
নাই কিরে কেউ অভয় সেনা
অত্যাচারী হাত করবে ঘৃণা
শিরউঁচুতে বিকল ভয়হীন
তাক্ ধীন্ তাক ধীন্
জয়, মুক্তচিন্তা স্বাধীন।
ধর্ হাত মার্ বজ্রাঘাত
বাধা দিলে হবে প্রতিঘাত
ভয় নাই প্রলয় সেই দিন
বিশুদ্ধ জ্ঞানের প্রয়োগ দিন
জয়, মুক্তচিন্তা স্বাধীন।
রাহুগ্রাসে শূন্যতা বেকারে ভরা
পরাজিত স্বাধীনতা অনিয়মে কড়া
কোথায় গেল মুক্তির সেইদিন
কাঁদে নিশি-দিন বাংলা স্বাধীন
জয়, মুক্তচিন্তা স্বাধীন।
বাজাও ঢোল বাজাও ঢাক
ভয়-ভীরুতা কবরে পড়ে থাক্
বিদ্রোহী রণরোলে হও জিন
অনিয়ম পদতলে বাংলা স্বাধীন
জয়, মুক্তচিন্তা স্বাধীন।
জাগো-জাগো মুক্তির মহাবীর বাঙ্গালী
আত্মমুক্তির লাগি সাজ্ বিদ্রোহী-কাঙ্গালী
বাজাও ওঝা-মন্ত্ররে বিষাক্ত বীণ
হবে জয় আত্মমুক্তি স্বাধীন
জয়, মুক্তচিন্তা স্বাধীন।