সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে ৮ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সালাম (৬৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে বেলকুচি পৌর এলাকার কামারপাড়া গ্রামের সালামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে মাদ্রাসায় পড়তে যাওয়ার পথে মাদ্রাসার শিক্ষার্থীকে উপজেলার কামারপাড়া গ্রামের মৃত মোবারক আলী মুন্সীর ছেলে আব্দুস সালাম ছাত্রীকে তার বাড়ির গলির ভিতরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে।
বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তারা পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে অভিযোগটি তদন্ত করে অভিযুক্ত সালামকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন বলেন, ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় এসে মামলা দায়ের করেছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে সালামকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।