কামরুল হাসান
স্বপন দেখি দিন দুপুরে
নেশার মদি রঙিন পানি,
চলতে গেলে যাই পুকুরে
দেখি তোমার মুখ খানি\
ভালই জান ছল চাতুরি
মোহের ঘোরে ঘুরাও পাছে
ধায়ে বেড়াই বন পাতারি
কইতে গেলে তুর্কি নাচে\
রাগলে তোমায় লাগে ভালো
ওগো আমার প্রানের মুন্নি,
তুমি আমার সোনা মোনা
ওগো আমার মন চুন্নি\
কামরুল হাসান