নিজস্ব প্রতিবেদক
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ইসরাইল আহম্মেদ উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুযায়ী ২নং পোগলদিঘা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে বিশাল এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। রবিবার বিকেল পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশীদ ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম।
দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জামালপুর জেলা বিএনপির সদস্য লাবিব উদ্দিন তালুকদার, উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা বিএনপির সদস্য হুমায়ন কবীর শ্যামল, সদস্য রাশেদুজ্জামান লিটন ফকির, উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা শ্রমিক দলের সভাপতি
মনিরুজ্জামান আদম, উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল মজিদ, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ারুল ইসলাম বাবুল, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, যুবদল নেতা রাকিবুল ইসলাম সুমন, স্বেচ্ছাসেবক দল নেতা লিটন তালুকদার, বিপ্লব প্রমুখ। দোয়া ও ইফতার মাহফিলটি প্রাণবন্তভাবে সঞ্চালন করেন- পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রন্জু।