গোলাম মোস্তফা নিজস্ব প্রতিবেদক
আজ বিশ্ব এক কলঙ্কজনক অধ্যায়ের সাক্ষী হচ্ছে। বিশ্ব শান্তির জন্য হুমকি জায়েনবাদী ইসরাইলী গাজা নগরীকে যেন এক বিশাল কবরস্থানে পরিণত করা হয়েছে। আর আর্তনাদ করছে বিশ্ব মানবতা ও মানবাধিকার বলে মন্তব্য করেছেন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি - বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া।
শনিবার (২২ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে " ফিলিস্তিনের সাথে সংহতি, ফিলিস্তিন জনগনের মুক্তি ও গাজায় গনহত্যার হত্যার প্রতিবাদে আন্তর্জাতিক মানবাধিকার সোসাইটি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গাজায় নিষ্পাপ শিশুদের করুণ আর্তনাদে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে, নিরপরাধ নারী-পুরুষের আহাজারি যেন প্রতিটি বিবেকবান মানুষের হৃদয়ে রক্তক্ষরণ ঘটাচ্ছে।
শিশুদের নিষ্পাপ মুখে দুঃসহ যন্ত্রণার ছাপ, মায়েদের বুকফাটা কান্না আর বিধ্বস্ত ঘরবাড়ির ধ্বংসস্তূপ আজ মানবতার বিবেককে ঝাঁকুনি দিয়ে জেগে উঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রশ্ন উঠেছে, আজ কোথায় সেই মানবতা, যার জন্য তথাকথিত সভ্যতার এত অহংকার? কোথায় সেই মানবিকতার ঝাণ্ডাধারীরা? যারা মানবাধিকারের কথা বলে সভা-সম্মেলনে বক্তৃতা ঝাড়ে, তারা আজ কেন নীরব?
তিনি বলেন, পশ্চিমা পরাশক্তিরা আজ নিজেদের আসল চেহারা দেখিয়ে দিয়েছে। ইসরায়েলের বর্বর গণহত্যায় সমর্থন জানিয়ে তারা প্রমাণ করেছে, তাদের হৃদয়ে মানবতার বিন্দুমাত্র অস্তিত্ব নেই। তাদের বিবেক আজ নিষ্ঠুরতার বিষে আচ্ছন্ন, তাদের নীতিবোধ আজ পুঁজিবাদ ও রাজনৈতিক স্বার্থের কাছে বন্দী। আজ সময় এসেছে বিশ্ববাসীকে জেগে ওঠার। ফিলিস্তিনের জনগণকে রক্ষার জন্য সকল শক্তি ও সামর্থ্য নিয়ে এগিয়ে আসতে হবে। বিশ্বশক্তিগুলোকে এখনই ফিলিস্তিনের স্বাধীনতা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নিতে হবে।
আন্তর্জাতিক মানবাধিকার সোসাইটির সভাপতি এ টি এম মমতাজুল করিমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখন বাংলাদেশ ফিলিস্তিন সংহতি পরিষদ ও মসজিদুল আকসা ফোরামের সভাপতি মুহাম্মাদ আবদুল আহাদ নূর, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির সভাপতি মো. মঞ্জুর হোসেন ঈসা সহ সংগঠনের নেতৃবৃন্দ।