মাহবুবুর রহমান জিলানী, স্টাফ রিপোর্টার
গাজীপুর সদর উপজেলায় বাংলাদেশ জামায়াত ইসলামী মির্জাপুর ইউনিয়ন শাখার উদ্যোগে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকালে ডগরী আর্দশ উচ্চ বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
গাজীপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব প্রফেসর মুহাম্মদ আব্দুল বারী সভাপতিত্বে ও মির্জাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মো.আলহাজ্ব উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরার অন্যতম সদস্য, গাজীপুর জেলা জামায়াতের আমীর ও গাজীপুর-৩ (সদর-শ্রীপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ ড. মোঃ জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী গাজীপুর জেলার কর্মপরিষদ সদস্য মোহাম্মদুল্যাহ, গাজীপুর সদর উপজেলা জামায়াতে আমীর মো. আলাউদ্দিন, নায়েবে আমীর মো. শফিকুল ইসলাম মেম্বার, সেক্রেটারী মো. কামরুজ্জামান মৃধা, সহ-সেক্রেটারী মো. কামরুজ্জামান মন্ডল,জামায়াতে ইসলামী ভাওয়ালগড় ইউনিয়নে আমীর ইঞ্জি. মো. সিদ্দিকুর রহমান, মির্জাপুর ইউনিয়ন জামায়াতের কর্মপরিষদ সদস্য,ডা. মো. আলী আকবর প্রমুখ।
এ সময় প্রধান অতিথি শিক্ষাবিদ ড. মোঃ জাহাঙ্গীর আলম বলেন, পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়তে হবে। তাই রাজনীতি করার আগে নিজেদের নৈতিক ও আদর্শিক ভিত্তি শক্তিশালী করতে হবে। আসুন, এই রমজানে আমরা কোরআনকে সহীশুদ্ধভাবে পড়ার, বোঝার ও এর আলোকে ইসলামী সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় নিই।
ইফতারে আগে দেশের এই ক্রান্তিলগ্নে দেশ,জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
ইফতার মাহফিলটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।