কামরুল হাসান:
জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নে মঙ্গলবার থেকে ভিজিএফ’র চাল বিতরন শুরু হয়েছে। চলবে বৃহস্পতিবার পর্যন্ত। প্রথম দিন মঙ্গলবার পাবে ১-৩ নং ওয়ার্ডের ১ হাজার ৭শ’ জন। দ্বিতীয় দিন বুধবার পাবে ৪-৬ নং ওয়ার্ডের ২ হাজার ৩শ’ জন। তৃতীয় দিন বৃহস্পতিবার পাবে ৭-৯ নং ওয়ার্ডের ১ হাজার ৫শ’ ৩৫ জন। ইউনিয়নের মোট ৫ হাজার ৫শ’ ৩৫ জন উপকার ভোগীর প্রত্যেকে ৩০ কেজি করে এ কর্মসূচির চাল পাবে। চাল বিতরনের সময় প্যানেল চেয়ারম্যান রাহাত হোসেন, ইউপি প্রশাসক ও সচিব আসাদুজ্জামান, তদারকি কর্মকর্তা জামালপুর সদর উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা আব্দুল মান্নান, সংরক্ষিত মহিলা মেম্বার মরিয়ম তালুকদার, ওয়ার্ড মেম্বারদের মধ্যে আনোয়ার হোসেন বাদশা ও নজমুল হকসহ অনেকেই উপস্থিত ছিলেন। এছাড়া ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।