বিশেষ প্রতিনিধি আজহারুল ইসলাম ফাহিম
ময়মনসিংহের ভালুকা উপজেলায় উথুরা পশ্চিম পাড়া
কবরস্থান মোর হইতে মোছের বাড়ি পর্য়ন্ত হাফ কিলোমিটার রাস্তাটি সংস্কার করার জন্য সরকারের কাছে জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী। ১৮মার্চ সকালে রাস্তার দু’পাশে বসবাসরত জনগন সমাবেত হয়ে গনমাধ্যম কর্মীদের মাধ্যমে এই দাবী জানান।
স্থানীয় জনগনের ভাষ্য – বর্ষার মৌসুমে রাস্তায় কাধা হয়ে যাওয়ায় জনভুগন্তির সৃষ্টি হয়। স্থানীয় জনগন ও স্থানীয় ছাত্র-ছাত্রীদের চলাচলের বিঘ্ন হচ্ছে। ১শত বছরের পুরনো রাস্তাটি ইউনিয়ন পরিষদ থেকে দু’ একবার মাটি ভরাট কাজ হলেও দীর্ঘদিন রাস্তটিতে সরকারি কোন বরাদ্ধ হয়নি। রাস্তাটির দু পাশে প্রায় ৪শত লোকের বসবাস তাদের একমাত্র চলার পথ এই রাাস্তাটি। বিষয়টি নিয়ে স্থানীয় ১শত বছরের এক বৃদ্ধা ১। আমেনা খাতুন বলেন, আমি বউ হয়ে এই রাস্তাদিয়ে আমার শশুর বাড়িতে আসি এখনো এই রাস্তাটি হয় নাই বৃদ্ধা বয়সে আমার চলাচল বিশাল কষ্ট হয় আমি মরার আগে রাস্তাটি দেখে যেতে চাই।
স্থানীয় ২। কদম আলী বলেন, এই রাস্তাটি আমাদের বাপ দাদার আমলের বর্ষার মৌসুমে চরম খারাপ হয়ে যায় সরকার যেন আমাদের রাস্তটি করে দেন। স্থানীয়
৩। আবুল কালাম বলেন, আমাদের এখানে মানুষ মারা গেলেও এই রাস্তাদিয়ে বের করতে হয়, কোন কারো অসুখ হলে এই রাস্তাটি আমাদের সম্ভল এই রাস্তা দিয়ে মুমূর্ষ রোগী নিয়ে যাওয়া হয় , রাস্তাটি খারাপ হওয়ায় গাড়ি ঢুকে না তাই রোগী নিয়েও দূর্ভোগ পুহাতে হয়। সরকারের কাছে দাবী আমাদের রাস্তাটি যেন দ্রুত সংস্কার করে দেন।
রির্পোট লেখার আগ পর্যন্ত স্থানীয় ভাবে উপজেলা প্রশাসন বরাবরে রাস্তা উন্নয়নমূলক কাজের জন্য দরখাস্ত করার প্রস্ততি চলছিল।