1. news@www.dailyjamalpursangbad24.com : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৮:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফুটানি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গাড়াডোবায় পাল্টাপাল্টি মারামারি, সেনাবাহিনী ও পুলিশী তৎপরতায় আপোষ মিমাংসা পোরশায় সড়কে দুর্ঘ্যটনা রোধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালা প্রেম : মিলনে নয় বরং বিরহে কামিনী বকশীগঞ্জে নিজ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার মোরেলগঞ্জে বিএনপির গণইফতার মাহফিলে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি  ড. এবি এম ওবায়দুল ইসলাম                 মোরেলগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ যুবক আটক সরিষাবাড়ি উপজেলার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক বিএসসি এবারও রমজানের রোজায় এবং ঈদে অসহায়দের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন হেল্প লাইন হ্যালো নওগাঁ

দৈনিক গণমানুষের আওয়াজ-এর প্রতিষ্ঠাবার্ষিকী ও মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

দৈনিক জামালপুর সংবাদ ২৪
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে
মোঃরফিকুল ইসলাম,
মোরেলগঞ্জ(বাগেরহাট)
 প্রতিনিধি:
জনপ্রিয় দৈনিক গণমানুষের আওয়াজ নবম বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৮ মার্চ) মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক প্রবাহ-এর প্রতিনিধি এইচ এম শহিদুল ইসলাম। সঞ্চালনার দায়িত্বে ছিলেন গণমানুষের আওয়াজ-এর মোরেলগঞ্জ প্রতিনিধি মোঃ এখলাস শেখ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের সহকারী অধ্যাপক ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এইচ এম জসিম উদ্দিন। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ, যাঁদের মধ্যে ছিলেন—
দৈনিক ভোরের ডাক-এর প্রতিনিধি এম এ জলিল
দৈনিক খোলা কাগজ-এর প্রতিনিধি মোঃ আবু সালেহ,দৈনিক ইনকিলাব-এর প্রতিনিধি মেজবা ফাহাদ,দৈনিক দক্ষিণ অঞ্চল-এর প্রতিনিধি শিব সজল যীশু ঢালী,দৈনিক প্রভাত-এর প্রতিনিধি মোঃ রমিজ উদ্দিন শেখ,দৈনিক সংবাদ প্রতিদিন-এর প্রতিনিধি এস এম সাইফুল ইসলাম কবির,দৈনিক খুলনাঞ্চল ও দ্য কান্ট্রি টুডে-এর প্রতিনিধি মোঃ নাজমুল,দৈনিক প্রবর্তন ও একুশে মিডিয়া-এর প্রতিনিধি মোঃ রফিকুল,স্বাধীন বাংলা-এর প্রতিনিধি মোঃ তাজুল ইসলামএছাড়াও স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুধীজন অনুষ্ঠানে অংশ নেন।আলোচনা সভায় বক্তারা বলেন, গণমানুষের আওয়াজ সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সবসময় সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করে আসছে। আগামীতেও এই নীতিতে পরিচালিত হয়ে সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।বক্তারা আরও বলেন, দেশ ও জাতির কল্যাণে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কোনো বিকল্প নেই। গণমানুষের আওয়াজ যেন আরও দায়িত্বশীল, তথ্যবহুল ও নির্ভরযোগ্য সংবাদ পরিবেশন করে—এমন প্রত্যাশাও জানান তাঁরা।আলোচনা শেষে সাংবাদিকদের অংশগ্রহণে এক আন্তরিক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।উল্লেখ্য, গণমানুষের আওয়াজ গত নয় বছর ধরে নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরছে এবং সাধারণ মানুষের কথা বলার একটি শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© দৈনিক জামালপুর সংবাদ ২৪
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট