মো. কামরুল হাসান
চব্বিশ বছর এগার মাস
আর এগার দিনের দিন,
বাগে পেয়ে আপন জন
হানিল আঘাত সে দিন\
মারিল কথার বাণ
অতি তাচ্ছিল্য করে,
বহিল হুমকির তুফান
মন ব্যথায় ভরে\
হইল মরন আমার
সোহাগের কারনে,
জগতে পাইল ঠাঁই
স্মৃতি স্মরনে\
কাঁদিলাম নিরবে কত
অঝরে বোবার মত,
তুমিতো মহা খুশি
আমারে বানাইয়া দোষী\
লইয়া শত আঘাতের ক্ষত
কত দিন হইল গত,
বাঁচিয়াও যেন হলাম মৃত
আসলে আমি জীবন্মৃত\