মোঃরুবেল বিশেষ প্রতিনিধি,
পবিত্র রমজান মাস উপলক্ষে চট্টগ্রাম ফটিকছড়ি সুয়াবিল ইউনিয়ন বৈদ্যেরহাট, সূর্য শ্রমজীবী সমবায় সমিতির ১৫ মার্চ শনিবার ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে।
উক্ত ইফতার মাহফিলে মিলাদ কেয়াম এবং মোনাজাতের মাধ্যমে দেশ এবং প্রবাসী সকল মানুষের জন্য দোয়া করেন। এ সময় উপস্থিত ছিলেন বৈদ্যেরহাট ব্যবসায়ী এবং স্থানীয় মানুষ , আরো উপস্থিত ছিলেন, সূর্য শ্রমজীবী সমবায় সমিতির ব্যবস্থাপক মোঃ রুবেল, মোঃ জুবায়ের, মোঃ হামিদ সূর্য শ্রমজীবী সমবায় সমিতির সভাপতি রাহুল, চন্দন রাজকৃষ্ণ প্রমূখ।
এসময় মালিক পক্ষে সূর্য সমবায় সমিতির ব্যবস্থাপক মোঃ রুবেল বলেন,আপনারা যদি আমাদের সহযোগিতা করেন,আমরা আগামীতে সব সময় গরিব এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আমাদের আগামী ভবিষ্যৎ সুন্দর করতে সঞ্চয় থাকা প্রয়োজন। ব্যাংকে একটি সঞ্চয়ের হিসাব আপনার জীবনে দুই ধরনের উপকার করতে পারে। এর প্রথমটি 'নিরাপত্তা' এবং দ্বিতীয়টি হলো 'আয়'। সঠিক সময়ে একটি সঞ্চয়ী হিসাব খোলা হলে তা ভবিষ্যতে আপনার জীবনে কাজে আসবে।