আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর সাপাহারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাতকে শক্তিশালী করতে রমজান মাসে প্রতিদিন উপজেলার বিভিন্ন ইউনিটে ইফতার ও আলোচনা সভার মাধ্যমে দলকে সুগঠিত করে চলেছে তারই পেক্ষিকে মাস্টার পাড়া ইউনিট ২ নং ওয়ার্ডের ইফতার মাহফিল ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার মাস্টার পাড়া ইউনিটের ইফতার মাহফিলে মাও অবুল কালাম আজাদ এর সভাপতিত্তে উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাপাহার সদর ইউনিয়নের আমীর মাও মোফাচ্ছেল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা শাখার সাবেক অর্থ সম্পাদক সাইদুল ইসলাম, বাংলাদেশ জামাত ইসলামীর সাপাহার সদর শাখার সহ-সম্পাদক আতিকুর রহমান, জবই ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাও দুরুল হুদা, সাপাহার সরফতুল্লাহ ফাজিল মাদ্রাসার প্রভাষক মাও সাদিকুল ইসলাম, সাপাহার সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সেক্রেটারী
ইব্রাহিম হোসেন প্রমুখ।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকের্মী বিন্দু উপস্থিত ছিলেন।