রিমন চৌধুরী,নীলফামারী প্রতিনিধিঃ
প্রবাসী দাতা সদস্যদের আর্থিক সহায়তায় পরিচালিত “লিভ এ লেগেসি” প্রজেক্টের মাধ্যমে তিস্তার চরের অসহায় মানুষের মাঝে রমজান ফুড প্যাক বিতরণ করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) দুপুরে নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া হেলিপ্যাড মাঠে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
সংগঠনের জেলা প্রতিনিধি মোঃ আরিফুজ্জামান আরিফের উপস্থিতিতে শতাধিক অসহায় পরিবারের হাতে চাল, ডাল, তেল, সাবান, পেঁয়াজ, খেজুর, মুড়ি, আলুসহ নিত্যপ্রয়োজনীয় ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় দেশবাসী ও প্রবাসী দাতাদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
ফুড প্যাক পেয়ে এলাকার অসহায় মানুষরা আনন্দ প্রকাশ করেন এবং বিতরণকারীদের জন্য দোয়া করেন।
সংগঠনের প্রতিনিধি মোঃ আরিফুজ্জামান আরিফ বলেন, “ধন্যবাদ জানাই ‘লিভ এ লেগেসি’ প্রজেক্টকে, যারা আমাদের তিস্তা এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এলাকার দুস্থ মানুষের জন্য কিছু করতে পারার আনন্দ সত্যিই অপরিসীম।”
উল্লেখ্য, “লিভ এ লেগেসি” প্রজেক্ট দীর্ঘদিন ধরে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।