নিজস্ব প্রতিবেদক
দেশের বৃহৎ ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় যান্ত্রিক ত্রুটি মেরামত করে ৯ মার্চ রোববার ভোরে ফের উৎপাদন শুরু হলেও গ্যাসের চাপ সল্পতায় সার উৎপাদন ব্যহত হচ্ছে।
যমুনা সার কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ২৭ ফেব্রুয়ারী বুধবার সন্ধ্যার দিকে এ্যামোনিয়া প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে উৎপাদন বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ। ১৩ মাস ২৩ দিন কারখানার উৎপাদন বন্ধ থাকার পর ২৩ ফেব্রুয়ারী বিকেলে গ্যাস সংকটের দায় নিয়ে ৬০ ভাগ হারে উৎপাদন শুরু হলেও ৪ দিন যেতে না যেতেই যান্ত্রিক ত্রুটির কারণে ফের উৎপাদন বন্ধ হয়। পরে ১১ দিন কাজ করে ৯ মার্চ ভোরে কারখানা কর্তৃপক্ষ ফের উৎপাদনে যেতে সক্ষম হলেও গ্যাসের চাপ সল্পতায় উৎপাদন ব্যহত হচ্ছে। সূত্র মতে, কারখানায় নিরবিচ্ছিন্নভাবে সার উৎপাদনের জন্য দৈনিক ৪২-৪৩ পিএসআই গ্যাসের চাপ প্রয়োজন। বর্তমানে কারখানায় দৈনিক ৩০-৩১ পিএসআই গ্যাসের চাপ থাকায় নিয়মিত সার উৎপাদন সম্ভব হচ্ছে না। এ বিষয়ে কারখানার প্রশাসন জিএম দেলোয়ার হোসেনের সাথে কথা হলে তিনি জানান, গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকার কারণে আমরা কারখনায় নিয়মিত সার উৎপাদন করতে পারছি না। তিনি আরো বলেন, গ্যাসের চাপ বৃদ্ধি হলে পুরোদমে কারখানায় উৎপাদন সম্ভব হবে।
যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবু সালেহ্ মুহাঃ মোসলেহ উদ্দীন জানান, এ্যামোনিয়া প্ল্যান্টের ভাল্বে যান্ত্রিক ত্রুটি মেরামত করে রোববার ভোরে কারখানার উৎপাদন শুরু হলেও গ্যাসের চাপ সল্পতায় উৎপাদন ব্যহত হচ্ছে। তিনি আরো বলেন, বর্তমানে কারখানায় ৩০-৩১ পিএসআই গ্যাসের চাপ রয়েছে। সেই সাথে তিনি পূর্ণমাত্রায় গ্যাসের চাপ সরবরাহ করা হলে শতভাগ সার উৎপাদনের আাশাবাদ ব্যক্ত করেন।