কামরুল হাসান:
জামালপুরে বুধবার পরিবেশ অধিদপ্তর কয়েকটি ইট ভাটায় অভিযান চালায়। অভিযানে পৃথক দু’টি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রহীন পরিচালিত ৫টি অবৈধ ইট ভাটা মালিককে আদালত ১০ লাখ টাকা জরিমানা করে। অনাদায়ে প্রত্যেক ইট ভাটা মালিককে ৬ মাস করে কারাদন্ডের আদেশ দেয়। কারাদন্ড এড়াতে ভাটা মালিকগণ জরিমানার টাকা নগদ পরিশোধ করে।
জানা যায়, একটি আদালত পরিচালনা করেন সরিষাবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভ‚মি) লিজা রেসিং। তার আদালত সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের মহাদান গ্রামের সুবর্ণ ব্রিকস-এর মালিককে ১ লাখ টাকা জরিমানাসহ ক্লিঙ্ক ভাংচুর করে। পাশর্^বর্তী ফয়েজের মোড় এলাকার মেসার্স ঝুমুর ব্রিকস-এর মালিককে ২ লাখ টাকা জরিমানাসহ ১০ হাজার কাঁচা ইট ভাংচুর করে। এছাড়া মেসার্স তানিম ব্রিকস-এর মালিককেও ২ লাখ টাকা জরিমানাসহ ২ হাজার কাঁচা ইট ভাংচুর করে। সেই সাথে ৬ মাস করে কারাদন্ডের আদেশ দেয়। ভাটা মালিকগণ কারাদন্ড এড়াতে জরিমানার টাকা নগদ পরিশোধ করে। অপর আদালতটি পরিচালনা করেন জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভ‚মি) তানভীর হায়দার। তার পরিচালিত আদালত দিগপাইত ইউনিয়নের ছোনটিয়া মোড়ের মেসার্স সৈনিক (পূর্বের নাম মেসার্স ভরসা ব্রিকস/মেসার্স ঢাকা ব্রিকস/মেসার্স নছিব ঢাকা ব্রিকস) ব্রিকস-এর মালিককে ২ লাখ টাকা জরিমানাসহ ক্লিঙ্ক ভাংচুর করে। এছাড়া ছোনটিয়া গ্রামের মেসার্স ৫ তারা ব্রিকস-এর মালিককে ৩ লাখ টাকা জরিমানাসহ ক্লিঙ্ক ভাংচুর করে। সেই সাথে উভয় ভাটা মালিককেই ৬ মাস করে কারাদন্ডের আদেশ দেয়। ভাটা মালিকগণ কারাদন্ড এড়াতে জরিমানার টাকা নগদ পরিশোধ করে। অভিযান চলাকালীন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।