1. news@www.dailyjamalpursangbad24.com : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৮:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
নরসিংদীর মনোহরদীতে সীমানা বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন। অসহায় কৃষকদের পাশে দাঁড়ালেন ফুলপুর উপজেলা প্রশাসন মিথ্যা মামলার হয়রানিতে স্থানীয়রা অতিষ্ঠ রাজিয়ার অত্যাচারের বিচার চায় নিরীহ এলাকাবাসী যুগশ্রেষ্ঠ বুজুর্গ আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী (রহ.) এর চিরবিদায় মধুপুরে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিউটি পার্লারের নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সরিষাবাড়ীতে বৃদ্ধ পিতার হাত-পা ভেঙ্গে দিল সাবেক ছাত্রদল নেতা, প্রতিবাদে ছোট ভাই কুপালো বড় ভাইকে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে অশ্রাব্য গালিগালাজের পর হুমকি বওলা ইউনিয়ন সুতারপাড়া গভীর নলকূপে তালা ঝুলিয়ে দেওয়ায় উত্তাপ্ত সুতারপাড়া গ্রামের কৃষকেরা পবিত্র ঈদুল ফিতরে দীর্ঘ ছুটির সময়েও মাঠ পর্যায়ে পরিবার পরিকল্পনা, মা-শিশু স্বাস্থ্য ও কৈশোর কালীন প্রজনন স্বাস্থ্যসেবা চলমান রয়েছে হিসাব

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রীমঙ্গল পৌর ট্রাক শাখা আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দৈনিক জামালপুর সংবাদ ২৪
  • প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রীমঙ্গল পৌর ট্রাক শাখা আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ০৭ মার্চ ২০২৫ইং, ৬ রমজান শ্রীমঙ্গল মহসিন অডিটোরিয়ামের শালিক রেস্টুরেন্টে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় শ্রমিক কল্যাণ শ্রীমঙ্গল পৌর ট্রাক শাখার সভাপতি ওয়াজিদ মিয়া’র সভাপতিত্বে ও শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রীমঙ্গল পৌর সভাপতি মোঃ আল আমিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মৌলভীবাজার জেলা সভাপতি আলাউদ্দিন শাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীমঙ্গল উপজেলা শাখা’র সেক্রেটারি আশরাফুল ইসলাম কামরুল।
আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শ্রীমঙ্গল উপজেলা শাখা’র সভাপতি মোঃ সাদিকুল ইসলাম, শ্রীমঙ্গল সরকারি কলেজ সভাপতি আরিফুল ইসলাম রাতুল, শ্রীমঙ্গল পৌর শাখা’র সভাপতি শফি আহমেদ সাঈদ-সহ প্রমুখ।
আলাউদ্দিন শাহ প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই-আগস্ট আন্দোলনের শহিদদের স্মরণ করেন। দেশ ও জাতিগঠনে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার কথা উল্লেখ করে তিনি কৃতজ্ঞতা জানান। তিনি শ্রমিকদের অধিকারের বিভিন্ন দিক এবং শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সৃজনশীল ভূমিকার কথা তুলে ধরেন।
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট পতনোত্তর সময়ে একটি সমৃদ্ধ, শ্রমিকবান্ধব ও ন্যায়ভিত্তিক দেশ গড়ার সম্ভাবনার সামনে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। সেই সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগানোই সময়ের দাবি। কিন্তু বিভিন্ন শ্রম সেক্টরে ঘাপটি মেরে থাকা পতিত স্বৈরাচারের দোসররা সেই সম্ভাবনাকে নস্যাৎ করার চক্রান্ত করছে। সে সকল চিহ্নিত দুর্নীতিবাজ ও শ্রমিক নিপীড়করা এখনও বিভিন্ন পদে বসে থাকায় শ্রমিকদের মাঝে অসন্তোষ বিরাজ করছে। শ্রম অসন্তোষ দূরীকরণে অবিলম্বে এসকল দুর্নীতিবাজ ও শ্রমিকনিপীড়কদের অপসারণ করতে হবে। শিল্পকারখানা ও ব্যাবসা প্রতিষ্ঠান-সহ সকল শ্রমসেক্টর থেকে ফ্যাসিবাদের দোসরদের বিদায় করতে হবে। মেধা, দক্ষতা ও সততাকে মূল্যায়ন করে শূন্যপদে নিয়োগ দিতে হবে। মেধা, দক্ষতা ও সততার ভিত্তিতেই পদোন্নতি দিতে হবে। শ্রমিকদের কাজের পরিবেশ নিরাপদ করার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিশেষ করে, নারী শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে বিবেচনা করতে হবে। এসময় তিনি বলেন, সকল সেক্টরের শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন, চলতি বেতন ও ঈদ বোনাস ২০ রমজানের মধ্যে আদায় করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© দৈনিক জামালপুর সংবাদ ২৪
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট