কামরুল হাসান:
জামালপুরের সরিষাবাড়ীতে প্রায় ৩ হাজার হেক্টর জমিতে ভ‚ট্টার আবাদ হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অদিপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে এ উপজেলায় মোট ২ হাজার ৯ শ’ ৫০ হেক্টর জমিতে ভ‚ট্টার আবাদ হয়েছে। উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা জিন্দানুর ইসলাম জানান, হেক্টর প্রতি সাড়ে ১০ মণ ভ‚ট্টা উৎপাদনের সম্ভাবনা রয়েছে। সে হিসেবে চলতি মৌসুমে এ উপজেলায় ৩০৯.৭৫ মণ ভ‚ট্টা উৎপাদন হওয়ার কথা। উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ জানান, গত মৌসুমে এ উপজেলায় ভ‚ট্টার আবাদ হয়েছিল ২ হাজার ৬শ’ ৩০ হেক্টর জমিতে। ভ‚ট্টার আবাদ লাভ জনক হওয়ায় কৃষকরা এর দিকে ঝুকছে। তাই দিন দিন এর আবাদ বেড়েই চলছে।