1. news@www.dailyjamalpursangbad24.com : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৮:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
মিথ্যা মামলার হয়রানিতে স্থানীয়রা অতিষ্ঠ রাজিয়ার অত্যাচারের বিচার চায় নিরীহ এলাকাবাসী যুগশ্রেষ্ঠ বুজুর্গ আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী (রহ.) এর চিরবিদায় মধুপুরে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিউটি পার্লারের নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সরিষাবাড়ীতে বৃদ্ধ পিতার হাত-পা ভেঙ্গে দিল সাবেক ছাত্রদল নেতা, প্রতিবাদে ছোট ভাই কুপালো বড় ভাইকে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে অশ্রাব্য গালিগালাজের পর হুমকি বওলা ইউনিয়ন সুতারপাড়া গভীর নলকূপে তালা ঝুলিয়ে দেওয়ায় উত্তাপ্ত সুতারপাড়া গ্রামের কৃষকেরা পবিত্র ঈদুল ফিতরে দীর্ঘ ছুটির সময়েও মাঠ পর্যায়ে পরিবার পরিকল্পনা, মা-শিশু স্বাস্থ্য ও কৈশোর কালীন প্রজনন স্বাস্থ্যসেবা চলমান রয়েছে হিসাব ডোমারে সাংবাদিক হত্যা চেষ্টা মামলায় একজন গ্রেফতার 
 দুপচাঁচিয়ায় বিদেশ প্রবাসীর বাড়ীর ভিক্তি প্রদানের চারটি কলমের রড কর্তন এ কেমন শত্রুতা?

ভালুকায় শতবর্ষ  পুরনো সরকারি  রাস্তা নির্মাণ কাজে বাঁধা!

দৈনিক জামালপুর সংবাদ ২৪
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

 

আজহারুল ইসলাম বিশেষ প্রতিনিধি :-

ময়মনসিংহের ভালুকা উপজেলায় উথুরা ইউনিয়নের ২নং ওয়ার্ডের  ধলিকুড়ি কেন্দ্রীয় জামে মসজিদ মোড় হতে মুনসর মেম্বার বাড়ি ভায়া লাল মিয়া বাড়ি এলাকায় শতবছরের পুরনো জনবসতি এলাকার রাস্তার নির্মাণ কাজে বাঁধা দেওয়া হয়েছে।

উল্লেখ -১নং ইউনিয়নের  ২৯২৪-২০২৫ অর্থ বছরের ইউনিয়ন উন্নয়ন তহবিল (থোক বরাদ্ধ) প্রকল্লের ইটের সলিং চলমান জনগুরুত্বপূর্ণ শতবছরের পুরনো রাস্তার নির্মাণ কাজে বাঁধা দেওয়া স্থানীয় ইউপি সদস্য মুনসুর আহমেদ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি অভিযোগ দায়ের করেছেন।

এলাকাবাসী সূত্রে জানাযায়,  এই রাস্তাটি দু’পাশ দিয়ে

প্রায় শতাধিক বসত বাড়ি । এই এলাকার বসবাসরত মানুষের একমাত্র চলার রাস্তা এটি। বিভিন্ন সময় রাস্তাটি উন্নয়নে ইউনিয়ন পরিষদ মাটির  কাজ হয়েছে, এল জি এস পির অর্থ দিয়ে কাজ করানো হয়। এই রাস্তাটি কাচা থাকায় বর্ষার মৌসুমে  ব্যাপক কাদা হওয়ায় জনদূর্ভোগ সৃষ্টি হয় বিদায় ইউনিয়ন পরিষদ জনগনের কথা চিন্তা করে

২০২৪-২০২৫অর্থ বছরে ইউনিয়নের (থোক বরাদ্দ) থেকে রাস্তাটি ইটের সলিং করতে থাকলে স্থানীয়-

পিতা মৃত- হাফিজুল ইসলামের ছেলে ১।মোঃ তৌহিদ, মৃত আবুল হোসেনের ছেলে ২।মোঃ নজরুল ইসলাম, রাজ্জাকের ছেলে ৩। আজিজুল হকসহ কয়েক মিলে সরকারি নির্মাণ কাজে বাঁধা দিয়েছে। এই রাস্তাটি জন গুরুত্বপূর্ণ হওয়ায় মির্মাণ কাজ সম্পন্ন  করতে স্থানীয় ইউপি সদস্য সহ শতাধিক জানগন উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করছেন।

বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি সদস্য মুনসুর আহমেদ বলেন, বিগত দিনে ৪০দিনের কর্মসুচীর প্রকল্পের দুই বার কাজ করিয়েছি, এল,জি এস পি অর্থ দিয়ে কাজ করিয়েছি, সর্বশেষ ইউনিয়নের (থোক বরাদ্ধ) থেকে ৮ লাখ টাকা বরাদ্ধ হয়ে যখন নির্মাণ কাজ চলছিল এমতাবস্থায় অভিযোগে উল্লেখিত ব্যক্তিরা প্রতিহিংসা  শুরু করে এবং চাঁদা পাওয়ার নেশা রাস্তার কাজটি বন্ধ করে দেয়। আমি প্রশাসনের ও বর্তমান সরকারের হস্তক্ষেপ কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© দৈনিক জামালপুর সংবাদ ২৪
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট