নাজমুল হোসেন (সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের বেলকুচিতে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ৫০ একর জমিতে সমলয় চাষাবাদে ব্লক প্রদর্শনীর ধানের চারা রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩ মার্চ) বিকালে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে দৌলতপুর ইউনিয়নের তেয়াশিয়া গ্রামের এ কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও আফিয়া সুলতানা কেয়া।
এর আগে এ উপলক্ষে আয়োজিত এক কৃষক সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলার কৃষি কর্মকর্তা সুকান্ত ধর, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাব্বির আহাম্মেদ শুভ প্রমূখ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়,প্রণোদনার আওতায় থাকা ১২২ জন কৃষকের ৫০ একর জমিতে কার্যক্রমটি বাস্তবায়িত হচ্ছে। উৎপাদিত চারা রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে জমিতে রোপণ করা হবে। ৪ হাজার ৫ শত ট্রেতে চারা উৎপাদন করা হয়েছে। রোগমুক্ত চারা উৎপাদন হবে, ব্রি ধান -৯২ চাষ জাতের ধানের সমলয় চাষাবাদ করা হয়েছে। এতে একদিকে যেমন চাষাবাদে খরচ কমছে কৃষকের, আবার অন্যদিকে বাড়বে ফলনও। এছাড়া কৃষি শ্রমিক সংকটের দুর্ভোগ থেকে মুক্তি পাবে কৃষক ও দ্রুত সময়ে শেষ হবে চাষাবাদের কাজ।
এসময় জেলা কৃষি প্রকৌশলী ফাতেমা আক্তার, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, মুকুন্দগাঁতী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া, উপজেলার কৃষি উপসহকারী সাহাবুদ্দিন, আয়েশা সিদ্দিকা সমাপ্তি সহ এলাকার সর্বস্তরের কৃষকগণ উপস্থিত ছিলেন।