সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
‘তোমার আমার বাংলাদেশে, ভোট দেব মিলেমিশে’ এই প্রতিপাদ্যে সারাদেশে ন্যায়ে সিরাজগঞ্জে ৭ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে রোববার (০২ মার্চ) সকাল ১০টায় জেলা নির্বাচন অফিসের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালীটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের শহিদ এ. কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা নির্বাচন অফিসার জনাব মুহাম্মদ আমিনুর রহমান মিঞা সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক
মুহাম্মদ নজরুল ইসলাম।বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতিরায়।
বক্তারা বলেন, বয়স ১৮ হলেই সঠিক তথ্য প্রদান করে ভোটার হতে হবে। দ্বৈত ভোটার বা কোন প্রকার মিথ্যা তথ্য দিয়ে ভোটার হওয়া যাবে না। ভোটার হওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশন ও সরকারের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান বক্তারা।
এসয়ম মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, ইসলামিক ফাউণ্ডেশন উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ, সদর উপজেলা নির্বাচন অফিসার নাফিস রায়হান,প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল হাসেম, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সুশীল সমাজের প্রতিনিধি, বেসরকারি উন্নয়ন সংস্থা এনজিও প্রতিনিধি ও সাংবাদিকগণ,জেলা নির্বাচন অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।