মোঃ রফিকুল ইসলাম,
মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বাজার তদারকিসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন উপজেলা প্রশাসন।
রবিবার (২’রা মার্চ) বিকালে সবজি, ডিম, ব্রয়লার মুরগি, আলু, ডাল, পিঁয়াজ, রসুন, আদা,ভোজ্য তেল, ছোলা ও চিড়াসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাবিবুল্লাহ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বদরুদোজা।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাবিবুল্লাহ বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে রাখতে মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক বাজার মনিটরিং করা হচ্ছে এবং মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ক্রয়সীমার মধ্যে রাখতে নিয়মিত এই বাজার মনিটরিং অভিযান অব্যাহত থাকবে ।