কামরুল হাসান:
দৈনিক ১৭শ’ মে.টন দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী দেশের বৃহৎ প্রতিষ্ঠান যমুনা সার কারখানার যান্ত্রিক ত্রæটির কারনে ফের উৎপাদন বন্ধ হয়েছে। বুধবার সন্ধ্যার দিকে এ্যামোনিয়া প্ল্যান্টে যান্ত্রিক ত্রæটি দেখা দিলে কারখানা কর্তৃপক্ষ উৎপাদন বন্ধ করে দেয় । উল্লেখ্য, গ্যাস সঙ্কটের কারনে গত বছরের ১৫ জানুয়ারী থেকে কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে যায়। চলতি বছরের ১৩ ফেব্রæয়ারী সকালে গ্যাসের সংযোগ পায় এ কারখানা। ৪শ’৪ দিন কারখানার উৎপাদন বন্ধের পর ২৩ ফেব্রæয়ারী সন্ধ্যায় উৎপাদন শুরু হয়। তবে গ্যাসের চাপ কম থাকায় উৎপাদন হার ছিল ৬০ শতাংশ । দুঃখ জনক হলেও সত্য যে, উৎপাদন শুরুর ৪ দিন যেতে না যেতেই যান্ত্রিক ত্রæটির কারণে ফের বন্ধ হয়ে গেল। কারখানার জিএম (প্রশাসন) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন ।
যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবু সালেহ্ মুহাঃ মোসলেহ উদ্দীন জানান, এ্যামোনিয়া প্ল্যান্টের ভাল্বে যান্ত্রিক ত্রæটি দেখা দেয়ায় বুধবার সন্ধ্যায় কারখানার উৎপাদন বন্ধ করা হয়েছে। তবে দ্রæত মেরামতের কাজ চলছে। মেরামত শেষ হলেই যে কোন সময় আমরা ফের উৎপাদনে যেতে সক্ষম হবো।
কামরুল হাসান