নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন।
মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের জগন্নাথপুরে তাহফিজুল কুরআন শিক্ষা বোর্ডের ফাইনাল পরীক্ষা-২৪ এ রশিদিয়া এতিমখানা হিফজুল কুরআন
মাদরাসার তিনজন শিক্ষার্থী ৩০পারা পরীক্ষায় কৃতিত্বের সহিত A+ পেয়ে উত্তীর্ণ হয়েছে। গতকাল মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫ইং, সকাল ১১টার সময় অত্র মাদরাসার হল রুমে এক বিদায়ী সংবর্ধনা ও দস্তারবন্দী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় আয়োজিত অনুষ্ঠানে, মাদরাসার সহকারী পরিচালক হাফেজ আলম হোসাইন এর সঞ্চালনায় ও মাদরাসার পরিচালক হাফেজ তাজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জামেয়া আরাবিয়া টাইটেল মাদরাসার মুহতামিম হযরত মাওলানা হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার ইসলামি সোসাইটির চেয়ারম্যান দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব-সহ স্থানীয় অনেক গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ প্রমুখ।