নিজস্ব প্রতিবেদক
জামালপুরের তারাকান্দিতে অবস্থিত বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিস কর্পোরেশন (বিসিআইসি) নিয়ন্ত্রণাধীন দৈনিক ১৭শ’মে.টন ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা ফার্টিলাইজার কোং লিঃ (জেএফসিএল)-এ গ্যাস সংকটে ১৩ মাস উৎপাদন বন্ধ থাকার পর ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে।
গত ১৩ ফেব্রুয়ারী বিকেল থেকে গ্যাস সংযোগ পেয়ে ইউরিয়া উৎপাদন কার্যক্রম শুরু করে কারাখানা কর্তৃপক্ষ। ১০ দিন কারখানার যান্ত্রিক ত্রুটি মেরামত করে ২৩ ফেব্রুয়ারী রবিবার বিকেল ৫:৫০ মিনিটে উৎপাদনে যেতে সক্ষম হয়েছে যমুনা সার কারখানা কর্তৃপক্ষ।
যমুনা সার কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন জানান, গ্যাস সংকটের কারণে গত বছরের ১৫ জানুয়ারী থেকে কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ করা হয়। রোববার ২৩ ফেব্রয়ারী বিকেল ৫:৫০ মিনিটে আমাদের সকলের সার্বিক সহযোগিতার প্রচেষ্টায় কারখানার উৎপাদন শুরু হয়। তিনি আরো বলেন, ৬০ শতাংশ হারে উৎপাদন শুরু হয়েছে। গ্যাসের চাপ বৃদ্ধি হলে উৎপাদন হার বৃদ্ধি পাবে। উৎপাদনে যেতে পেরে আমরা খুশি।
যমুনা সার কারখানার শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ’র সাধারণ সম্পাদক মোরশেদ আলম তালুকদার জানান, গ্যাসের চাপ বৃদ্ধির বিষয়টি নিয়ে আমরা ইতোমধ্যেই কাজ শুরু করেছি। ১৩ মাস ২৩ দিন উৎপাদন বন্ধ থাকার পর যমুনায় উৎপাদন, আমরা অনেক খুশি। শ্রমিক ভাই, কারখানা কর্তৃপক্ষ, বিসিআইসি কর্তৃপক্ষ, তিতাস গ্যাস কর্তৃপক্ষ, এলাকাবাসীসহ সরকারকে অভিনন্দন ও শুভেচ্ছা।
যমুনা সার কারখানায় উৎপাদন শুরু আপনার ব্যক্তিগত অনুভূতি কি? এমন প্রশ্নের বিষয়ে জামালপুর জেলা বিএনপি’র সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম বলেন- পতিত আওয়ামী লীগ সরকারের লুটেরারা ১৫ বছর কারখানায় লুটপাট চালিয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে ১৩ মাস কারখানার উৎপাদন বন্ধ করে রাখে। আজকে যমুনা সার কারখানায় উৎপাদন শুরু এটা আমাদের আন্দোলনের ফসল। এটাকে আমাদের সংরক্ষণ করতে হবে। অনিয়ম-দুর্নীতি বন্ধ করে কারখানার উৎপাদন চালু রাখতে হবে। তাহলে আমার দেশ দেশীয় ও বৈদেশিক মুদ্রাতেও লাভবান হবে।