1. news@www.dailyjamalpursangbad24.com : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৮:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
মিথ্যা মামলার হয়রানিতে স্থানীয়রা অতিষ্ঠ রাজিয়ার অত্যাচারের বিচার চায় নিরীহ এলাকাবাসী যুগশ্রেষ্ঠ বুজুর্গ আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী (রহ.) এর চিরবিদায় মধুপুরে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিউটি পার্লারের নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সরিষাবাড়ীতে বৃদ্ধ পিতার হাত-পা ভেঙ্গে দিল সাবেক ছাত্রদল নেতা, প্রতিবাদে ছোট ভাই কুপালো বড় ভাইকে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে অশ্রাব্য গালিগালাজের পর হুমকি বওলা ইউনিয়ন সুতারপাড়া গভীর নলকূপে তালা ঝুলিয়ে দেওয়ায় উত্তাপ্ত সুতারপাড়া গ্রামের কৃষকেরা পবিত্র ঈদুল ফিতরে দীর্ঘ ছুটির সময়েও মাঠ পর্যায়ে পরিবার পরিকল্পনা, মা-শিশু স্বাস্থ্য ও কৈশোর কালীন প্রজনন স্বাস্থ্যসেবা চলমান রয়েছে হিসাব ডোমারে সাংবাদিক হত্যা চেষ্টা মামলায় একজন গ্রেফতার 
 দুপচাঁচিয়ায় বিদেশ প্রবাসীর বাড়ীর ভিক্তি প্রদানের চারটি কলমের রড কর্তন এ কেমন শত্রুতা?

ঐতিহ্যবাহী ছতুরা দরবার শরীফের ৬৮ তম ইছালে সওয়াব মাহফিল সম্পন্ন-

দৈনিক জামালপুর সংবাদ ২৪
  • প্রকাশিত: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

বার্তা প্রেরক কায়ছার উদ্দিন আল – মালেকী

ভারতীয় উপমহাদেশের বরেণ্য শিক্ষাবিদ ও ফুরফুরা সিলসিলার অন্যতম খলিফা, আধ্যাতিক  জগতের জ্যোতিষ্ক, হজরতুল্লামা শাহ সুফি অধ্যাপক আবদুল খালেক এম,এ (রহ.)’র ৬৮ তম ইছালে ছাওয়াব মাহফিল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ছতুরা দরবার

 

শরীফের পীরজাদা আলহাজ্ব এয়ার কমোডর অবঃ জাহিদ কুদ্দুস (মা.জি.আ.)-র সভাপতিত্বে সম্পন্ন হয়। এতে ছতুরা দরবার শরীফের পক্ষ হতে অধ্যাপক (রহ.)-এর লিখিত গ্রন্থ সাইয়েদুল মুরছালিন ও সিরাজুস ছালেকিনের আলোকে শরিয়ত ও তরিক্বতের দিকনির্দেশনামূলক সুদীর্ঘ আলোচনা করেন, পীরজাদা আলহাজ্ব সুফি আশেক হোসেন (মা.জি.আ.)। আলোচক ছিলেন, সোনাকান্দা দরবার শরীফের বর্তমান গদীনসিন পীর অধ্যক্ষ মাওলানা মাহমুদুর রহমান, ঢাকা মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মুফতি মুহাম্মাদ আবুল কাশেম ফজলুল হক, তরুণ আলেমেদ্বীন সৈয়দ হাসান আল-আযহারী, চট্টগ্রাম খতিবের হাট কাদেরিয়া তৈয়্যবিয়া মসজিদের খতিব হাফেজ ক্বারী মুফতি মুহাম্মাদ গোলাম কিবরিয়া প্রমুখ। বক্তারা বলেন, অধ্যাপক মাওলানা শাহ সুফি

আলহাজ্ব আবদুল খালেক এম, এ (রহ.)- বাংলাদেশের একজন ক্ষণজন্মা মহাপুরুষ। তিনি একাধারে শিক্ষকতা ও দক্ষ প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন, ফেনী কলেজ, কলকাতা প্রেসিডেন্সি কলেজ, কলকাতা লেডি ব্র্যাবোর্ন কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ এবং ইডেন কলেজ। তাছাড়া তিনি, পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান কর্তৃক ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত ইসলামি আইন পরিষদ বোর্ড ‘তালিমাত-ই-ইসলামিয়’ এর সদস্য এবং ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি- বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানসহ বিভিন্ন দেশের তরিক্বতের খেদমতের আঞ্জাম দিয়েছেন। বিশ্বের বহু দেশে তাঁর সিলসিলার কার্যক্রম এখনোও চলমান। সাইয়েদুল মুরছালিন ও সিরাজুস ছালেকিন তাঁর বিখ্যাত গ্রন্থ। কবি ফররুখ আহমদ ছিলেন, তাঁর অনুরক্ত। অধ্যাপক সাহেবের ধর্মীয় চেতনায় এবং আধ্যাত্মিকতায় প্রভাবিত হয়ে কমরেড থেকে সুফিধারাতে সংযুক্ত হয়েছিলেন। অনুষ্ঠান উপলক্ষ্যে কর্মসূচির মধ্যে ছিলো- খতমে কুরআন, হিফজ সমাপনী শিক্ষার্থীদের পাগড়ী পরিধান, জিয়ারত, বয়ান, তা’লীম, তসবিহ, তাহলিল, হামদ, নাত, জিকির-আজকার, মিলাদ-ক্বিয়াম ও তাবারুক বিতরণ। এ অনুষ্ঠানের অন্যতম বৈশিষ্ট্য সম‚হের মধ্যে যে জিনিসটি বেশি চোখে পড়ে তাহলো লক্ষাধিক মানুষের মাঝে নেই কোন শৃঙ্খলার অভাব।

সবাই সারিবদ্ধভাবে বসে বা দাঁড়িয়ে খুবই চুপচাপভাবে ওয়াজ-নসিহত শ্রবণ করে থাকে এবং ছতুরা গ্রামের প্রতিটি ঘরেঘরে আনন্দের আমেজ বয়ে যায়। প্রত্যেকের ছেলে-মেয়ে, নাতিনাতনি ও আত্মীয়-স্বজন মাহফিল উপলক্ষ্যে ছতুরা গ্রামে ছুটে আসেন এবং গ্রামের প্রতিটি ঘরে মাহফিলে আগত মেহমানদের স্বেচ্ছায় মেহমানদারি করান এবং গ্রামের প্রতিটি পরিবার ১০-২০ জন মেহমানদের মেহমানদারি এবং রাত্রিযাপনের ব্যবস্থা করেন।

বার্তা প্রেরক
মুহাম্মদ কায়ছার উদ্দীন আল-মালেকী
০১৩০৩৯৬০১৩৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© দৈনিক জামালপুর সংবাদ ২৪
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট