রবিউল হক বাবু ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধি।
ময়মনসিংহ জেলা ফুলপুর উপজেলার বওলা ইউনিয়ন মুক্ত পায়রা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আজ ২০-১০-২০২৪ ইং রোজ রবিবার বিকেল ৪ ঘটিকায় এড. আবুল ফজল তালুকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের বওলা ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
অংশ গ্রহণে দুইটি দল নড়াইল এক্সপ্রেস হালুয়াঘাট বনাম পূর্বধলার সাধুপাড়া রজনীগন্ধা স্পোর্টিং ক্লাব মধ্যকার উদ্বোধনী ম্যাচে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বওলা ডিগ্রি কলেজ এর অধ্যাপক ড.আব্দুল বাতেন খান, এবং ১০ নং বওলা ইউনিয়নের অধিনস্ত বিএনপির সাধারণ সম্পাদ,জনাব ফজলুর রহমান ফকির, জনাব খলিলুর রহমান তালুকদার সাধারণ সম্পাদক ফুলপুর উপজেলা কৃষক দল জনাব আব্দুস সাত্তার মন্ডল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ১০ নম্বর ইউনিয়ন বিএনপি
জনাব ওয়সিউল হাসান তালুকদার যুগ্ন সাধারন সম্পাদক ১০ নং বওলা ইউনিয়ন বিএনপি
জনাব সেলিম খান যুগ্ম সাধারণ সম্পাদক ১০নং বওলা ইউনিয়ন বিএনপি, সাইয়েদুর রহমান ফকির,ফুলপুর উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি,রফিকুল ইসলাম তালুকদার, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক
এবং জনাব জহিরুল ইসলাম তালুকদার বাবু, বিএনপি নেতা ও কৃতি ফুটবলার মুক্ত পায়রা স্পোর্টিং ক্লাবের সম্মানিত সভাপতি, বিশিষ্ট্য সমাজ সেবক জহুরে আজম লাবু তালুকদার, সাবেক মেম্বার অালী হোসেন খান, জনাব মোঃ রজব আলী ১০ নং বওলা বি এন পি , জনাব আবু ইউসুফ রাসেল ভারপ্রাপ্ত সভাপতি ১০ নং বওলা ইউনিয়ন যুবদল প্রমুখ।
উক্ত প্রীতি উদ্ভোদনী ২ – ০ গোলে প্রথম পর্বে পূর্বধলার সাধুপাড়া রজনীগন্ধা স্পোর্টিং ক্লাব বিজয়ী লাভ করেন।